গোয়ায় নতুন সূর্যোদয় হবে, আমাদের লড়াই শুধু বিজেপির বিরুদ্ধে: অভিষেক

0
2

গোয়ায় নতুন সূর্যোদয় হবে। বুধবার, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহ ফ্যালারিও-সহ ১০জনের দলে যোগদানের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানান তৃণমূলের (Tmc) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Benarjee)। তিনি বলেন, তৃণমূলে লড়াই শুধু বিজেপির বিরুদ্ধে।

আগামী বছর ৪০ আসনের গোয়া বিধানসভায় ভোট। সেখানে কি কারও সঙ্গে জোচ বেঁধে লড়বে তৃণমূল? সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে অভিষেক জানান, গোয়ায় তৃণমূল একাই লড়বে। “পুজোর পরেই আমরা গোয়া যাব।“ এরপরেই কংগ্রেসের বিরুদ্ধে সুর চড়িয়ে অভিষেক বলেন, “তৃণমূল ও কংগ্রেসের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হলো গত সাত আট বছর ধরে তৃণমূল, বিজেপিকে (Bjp) হারিয়েই চলেছে। আর কংগ্রেস (Congress) বিজেপির কাছে হেরে চলেছে”। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, “কংগ্রেস যদি কাজ না করে, রাস্তায় না নেমে, বাড়ির স্বাচ্ছন্দ্যে থাকতে চায়, তাহলে আমরা হাত গুটিয়ে বসে থাকতে পারি না। আমরা বিজেপিকে পরাজিত করতে চাই ”

উত্তর-পূর্বের পরে এবার তৃণমূলের নজরে দেশের পশ্চিমাঞ্চল। আরব সাগরের পাড়ে জোড়া ফুল ফোটানোর লক্ষ্যেই এগোচ্ছে তৃণমূল। এদিনের যোগদান তার প্রথম ধাপ হিসেবে মত রাজনৈতিক মহলের।

আরও পড়ুন:বিজেপির বিরুদ্ধে মুখ মমতাই: তৃণমূলে যোগ দিয়ে মত লুইজিনহ, নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক