দমদম মেট্রো স্টেশন থেকে উদ্ধার হল প্রচুর সোনার গয়না। এই ঘটনায় একজনকে আটক করেছে আরপিএফ। কোথায় এত পরিমাণ সোনায় গয়না নিয়ে যাওয়া হচ্ছিল তার তদন্ত শুরু করেছে সিঁথি থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর ধৃত ব্যক্তির নাম বাবলু গড়ুই। তিনি হুগলির বাসিন্দা। দমদম মেট্রো স্টেশনে ব্যাগ স্কানারে ওই ব্যক্তির ব্যাগে ধাতব জিনিসের খোঁজ পায় সিআরপিএফ। এরপরই তল্লাশি করতেই বেরিয়ে আসে প্রচুর সোনার গয়না। উদ্ধার হয় ৩৪৫ গ্রাম ওজনের সোনার গয়না! যার বাজারমূল্য ১৫ লক্ষ ৬৫ হাজার টাকা। কোথায় থেকে এই সোনার গয়না কিনলেন? কোনও নথি দেখাতে পারেননি বাবলু। খবর দেওয়া হয় সিঁথি থানায়। ওই যুবককে নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেছে সিঁথি থানার পুলিশ।
আরও পড়ুন- দ্রুত CWC বৈঠকের দাবি জানিয়ে সোনিয়াকে চিঠি গুলাম নবী আজাদের
 

 
 
 
 
 
 
 
 
 
 



























































































































