আন্তর্জাতিক বিমান চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা বাড়াল কেন্দ্রীয় সরকার

0
1

আন্তর্জাতিক বিমান পরিষেবার(international airplane service) ক্ষেত্রে ফের একদফা নিষেধাজ্ঞা জারি করল কেন্দ্রীয় সরকার। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আন্তর্জাতিক বিমান পরিষেবা বন্ধ রেখেছিল ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন বা ডিজিসিএ(DGCA)। মঙ্গলবার নতুন করে বিজ্ঞপ্তি জারি করে সেই মেয়াদ বাড়িয়ে দেওয়া হল ৩১ অক্টোবর পর্যন্ত। যদিও কেন্দ্রের(Central) তরফে জানিয়ে দেওয়া হয়েছে এয়ার বাবল পরিষেবার(air bubble service) মাধ্যমে কয়েকটি দেশের সঙ্গে উড়ান পরিষেবা জারি থাকবে ভারতের। বর্তমানে বিশ্বের ২৭ টি দেশের সঙ্গে এয়ার বাবল চুক্তি রয়েছে দেশের।

আরও পড়ুন:করোনাকালেও অর্থনৈতিক সাফল্য: রেকর্ড হারে GDP বৃদ্ধি বাংলার, টুইট ডেরেকের

বর্তমানে ভারতের সঙ্গে প্রতিবেশী বাংলাদেশের পাশাপাশি ব্রিটেন, আমেরিকা, ফ্রান্স আরব আমিরশাহির মতো দেশের এয়ার বাবল চুক্তি রয়েছে। যার মাধ্যমে দুই দেশের আগত যাত্রীদের জন্য আরটি পিসিআর টেস্ট এবং হোম কোয়ারেন্টাইনের ব্যবস্থা রাখা হয়। মনে করা হচ্ছে কোভিড বিপর্যয়ের ঝুঁকি যতদিন না কমবে ততদিন এই এয়ার বাবল চুক্তি রাখা হবে। তবে আন্তর্জাতিক যাত্রীবাহী বিমান পরিষেবা বন্ধ থাকলেও পণ্য পরিবহন ব্যবস্থা জারি থাকবে। তবে নতুন করে বিধিনিষেধ বেড়ে যাওয়ায় পুজোর মুখে যারা বিদেশ ভ্রমণের পরিকল্পনা করেছিলেন তাদের জন্য কেন্দ্রের এই নির্দেশিকা বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে।

advt 19