পিছিয়ে গেল কলকাতা লিগ( kolkata league) প্রিমিয়ার ডিভিশন এ এর কোয়ার্টার ফাইনালের ম্যাচ। বুধবার এমনটাই জানিয়ে দেওয়া হল আইএফএ-র( Ifa) পক্ষ থেকে। ৩০ সেপ্টেম্বর কোয়ার্টার ফাইনালের এই ম্যাচটি ছিল মহামেডান স্পোর্টিং-এর মুখোমুখি টালিগঞ্জ অগ্রগামীর। কিন্তু আগামী ৩০ সেপ্টেম্বর কল্যাণী স্টেডিয়ামে এই ম্যাচ খেলতে রাজি না সাদা-কালো ব্রিগেড। যেহেতু আগামী ৩ অক্টোবর ডুরান্ড কাপের ফাইনালে খেলতে নামবে মহামেডান। আর সেই কারণে কলকাতা লিগের ম্যাচ পিছিয়ে দেওয়ার জন্য আইএফএকে অনুরোধ করেছিল সাদা-কালো ব্রিগেড। আর সেই অনুরোধেই সাড়া দিল আইএফএ।


এদিন আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ্যায় বলেন, “মহামেডান স্পোর্টিংয়ের কোয়ার্টার ফাইনাল কোয়ালিফায়ারের ম্যাচ পিছিয়ে দেওয়া হল। ওরা ডুরান্ড কাপের ফাইনালে খেলতে নামবে ৩ অক্টোবর। তাই ওরা অনুরোধ করেছিল কলকাতা লিগের ৩০ সেপ্টেম্বরের ম্যাচটি পিছিয়ে দিতে। আমরা ওদের কথা শুনলাম। মহামেডান স্পোর্টিং আইএফএর পাশে সবসময় ছিল। আইএফএর ডাকে সাড়া দিয়ে কলকাতা লিগে খেলেছে। তাই ধন্যবাদ হিসেবে মহামেডানের এই আবেদনে রাজি আইএফএ। আমরা চাই মহামেডান স্পোর্টিং ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হোক। আইএফএ সবসময় ওদের পাশে আছে। ডুরান্ড ফাইনালের পরই প্রিমিয়ার ডিভিশন এ এর কোয়ার্টার ফাইনালের ম্যাচের দিন ঠিক করা হবে।”
আরও পড়ুন:হার্দিকের পারফরম্যান্স নিয়ে কী বললেন রোহিত?










































































































































