চাপের মুখে শেষপর্যন্ত এমএড-র প্রবেশিকা পরীক্ষার বিতর্কিত মেধাতালিকা ওয়েবসাইট থেকে মুছে দিল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তার বদলে নতুন তালিকা প্রকাশ হবে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে।
উল্লেখ্য , বিশ্বভারতীতে যাঁরা এমএড কোর্সে ভর্তি হতে চান, তাঁদের প্রবেশিকা পরীক্ষা দিতে হয়। সেই পরীক্ষার ফলাফল বা মেধাতালিকার ভিত্তিতে পড়ুয়াদের ভর্তি নেওয়া হয়। কিন্তু করোনা আবহে এবার পরীক্ষা হয়েছে অনলাইনে । আসন সংখ্যা ৫০। তার অর্ধেক অর্থাৎ ২৫ টি আসন বহিরাগতদের জন্য সংরক্ষিত। ১৪ সেপ্টেম্বর অনলাইনে এমএড-র প্রবেশিকা পরীক্ষায় বসেছিলেন অন্যন্য বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারাও। মঙ্গলবার প্রকাশিত হয় মেধাতালিকা। সেখানে দেখা যায় ১০০ নম্বরের পরীক্ষায় ভাষা বিভাগের ২ পড়ুয়ার প্রাপ্ত নম্বর ২০০.২৮। আর তা নিয়ে শুরু হয় বিতর্ক।
আরও পড়ুন- বিজেপি যোগের জল্পনা উস্কে অমিত শাহের বাসভবনে গেলেন অমরিন্দর সিং!