ছাদে নাচলেন বৈশাখী, তালি দিলেন শোভন

0
3

অপূর্ব দৃশ্য। ফ্ল্যাটের ছাদে শোভন চট্টোপাধ্যায়কে ঘিরে নাচছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। আর তালি দিচ্ছেন শোভন। ছবি ভাইরাল। একটি পুজো সংক্রান্ত শুটিংয়ের ফাঁকে এই কান্ড। নেটিজেনরা প্রবল আমোদ পাচ্ছেন। নানা সরস মন্তব্য আসছে।

আরও পড়ুন- শীতলকুচি গুলিকাণ্ডে এবার কেন্দ্র ও রাজ্যের কাছে হলফনামা তলব করল কলকাতা হাইকোর্ট advt 19