ত্রিপুরা: বিজেপি ও কংগ্রেস থেকে তৃণমূলে যোগ দিলেন ৫১ জন

0
3

ত্রিপুরার(Tripura) মাটিতে তৃণমূলকে(TMC) আটকাতে একের পর এক ষড়যন্ত্র করে চলেছে শাসক দল বিজেপি(BJP)। যদিও ত্রিপুরার মানুষ ক্রমশ আপন করে নিচ্ছে ঘাসফুলকে। বুধবারও বিজেপি, কংগ্রেস সহ একাধিক দল থেকে তৃণমূল শিবিরে নাম লেখালেন ৯ পরিবারের ৫১ জন সদস্য। তৃণমূলের এই যোগদান অনুষ্ঠান সম্পন্ন হয় ত্রিপুরার ধুমাচাড়াতে। যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা আশিস লাল সিং, শক্তি প্রতাপ সিং, বিশ্বজিৎ চট্টোপাধ্যায়, স্বর্ণপ্রভা চট্টোপাধ্যায় সহ অন্যান্য নেতৃত্বরা।

আরও পড়ুন:সত্যের জন্য আজীবন লড়াই করব, পদত্যাগের পর ভিডিও বার্তা কংগ্রেস নেতা সিধুর

উল্লেখ্য, ২৩-এর বিধানসভা নির্বাচনকে নজরে রেখে ত্রিপুরায় ক্রমশ ঘাঁটি শক্ত করছে ঘাসফুল শিবির। মঙ্গলবার আমবাসাতে নতুন দলীয় অফিস খোলা হয় তৃণমূলের। পাশাপাশি, ওই দিনই তৃণমূল নেতা সুবল ভৌমিকের হাত ধরে বিজেপি, সিপিএম, কংগ্রেস সহ অন্যান্য রাজনৈতিক দল থেকে তৃণমূলে যোগদান করেন চারশোরও বেশি কর্মী সমর্থক। এরপর বুধবার ফের যোগদান অনুষ্ঠান জারি রইল প্রতিবেশী রাজ্য।

advt 19