২০২২ সাল থেকে হতে চলেছে ১০ দলের আইপিএল( IPL)। সেই ঘোষণা আগেই করেছিল বিসিসিআই(BCCI)। কিন্তু কোন দুটো দল নতুন আসতে চলেছে, তা নিয়ে যেমন ক্রিকেট প্রেমীদের আগ্রহ তুঙ্গে, তেমনই চলছে নানা জল্পনা। তবে এবার সেই অপেক্ষার অবসান হতে চলেছে। কারণ মঙ্গলবার রাতে ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে একটি বিবৃতি জানিয়ে দেওয়া হয়েছে আগামী ২৫ অক্টোবর নয়া দুই দলের ঘোষণা করবে তারা।

এদিন বিসিসিআই একটি বিবৃতিতে জানায়, ২০২৩ থেকে ২০২৭ সাল পর্যন্ত মিডিয়া স্বত্ত্ব ঘোষণা করা হবে। এছাড়াও ২৫ অক্টোবর নতুন দুটো দলেরও ঘোষণা করা হবে। এছাড়াও ওই বিবৃতিতে আরও বলা হয় যে চলতি আইপিএলের টুর্নামেন্টের শেষ দুটো লিগ ম্যাচ একসঙ্গে খেলা হবে। ভারতীয় সময় অনুসারে দুটো ম্যাচই সন্ধ্যে সাড়ে সাতটা থেকে সংযুক্ত আরব আমিরশাহিতে আয়োজন করা হবে।
আরও পড়ুন:ঋষভদের হারিয়ে প্লে-অফের লড়াইয়ে টিকে থাকল কলকাতা









































































































































