একটি ডান্স রিয়্যালিটি শোতে ডান্স বিচারককে প্রেমের প্রস্তাব দিলেন টোকিও অলিম্পিক্সে( Tokyo Olympics) সোনা জয়ী নীরজ চোপড়া( Neeraj Chopra)। টোকিওতে সোনা জয়ের পর থেকেই দেশের হার্টথ্রব নীরজকে দেখা যাচ্ছে বিভিন্ন রিয়্যালিটি শোতে। সম্প্রতি একটি নাচের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন নীরজ। সেখানে অতিথি হয়ে এসেছিলেন তিনি। সেই রিয়্যালিটি শোয়ের বিচারকে প্রেমের প্রস্তাব দিলেন নীরজ। যদিও তা নিছকই মজা করে।

সম্প্রতি রেমো ডি’সুজার নাচের রিয়্যালিটি শোতে আসেন নীরজ। সেখানে এই অনুষ্ঠানের সঞ্চালক রাঘব জুয়ালকে বার বার দেখা গিয়েছে রিয়্যালিটি শোয়ের নাচের বিচারক শক্তি মোহনকে প্রেম নিবেদন করতে। রাঘব শক্তিকে বলেন, “আমিও তোমার সঙ্গে ইশক কামিনা গানে নাচতে চাই।” শক্তিকে তখন দেখা যায় নীরজকে বলছেন প্রেম নিবেদন কী ভাবে করতে হয় দেখিয়ে দিতে। তখনই নীরজ বলেন, “আমার জীবনে সব চেয়ে গুরুত্বপূর্ণ হল জ্যাভলিন। এটা বাদ দিয়ে কিছুই পারি না। রান্না করতে পারি না। সময়ও দিতে পারব না।” আর এতেই লাজুক হেসে ফেলেন শক্তি।
https://www.instagram.com/p/CUUA2aADaU4/?utm_medium=copy_link
আরও পড়ুন:চলতি আইপিএলে আর মাঠে নামবেন না ওয়ার্নার? ইঙ্গিত হায়দরাবাদ কোচের










































































































































