মঙ্গলবার আইপিএলের( Ipl) দ্বিতীয় ম্যাচে পাঞ্জাব কিংসের( Punjab kings) বিরুদ্ধে দুরন্ত জয় পেল মুম্বই ইন্ডিয়ান্স( mumbai indiance)। মঙ্গলবার হার্দিক পান্ডিয়ার দুরন্ত ব্যাটিং-এর দাপটে কে এল রাহুলদের ৬ উইকেটে হারাল রোহিত শর্মার দল।
ম্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন মুম্বই অধিনায়ক রোহিত শর্মা। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩৫ রান করে পাঞ্জাব। পাঞ্জাবের হয়ে সর্বোচ্চ ৪২ রান করেন মারক্রাম। ২১ রান করেন কে এল রাহুল। ১৫ রান করেন মনদীপ। ১ রান করেন গেইল। মুম্বইয়ের হয়ে দুটি করে উইকেট নেন যশপ্রীত বুমরাহ এবং পোলার্ড। একটি করে উইকেট নেন ক্রুনাল পান্ডিয়া এবং রাহুল চ্যাহার।
জবাবে ব্যাট করতে নেমে এক ওভার বাকি থাকতেই জয় তুলে নেয় রোহিত শর্মার দল। মুম্বইয়ের হয়ে দুরন্ত ব্যাটিং করেন হার্দিক পান্ডিয়া, সৌরভ তিওয়াড়ি। ৪০ রানে অপরাজিত হার্দিক। সৌরভ করেন ৪৫ রান। ৮ রান করেন রোহিত। ডি’কক করেন ২৭ রান। ১৫ রানে অপরাজিত পোলার্ড। পাঞ্জাবের হয়ে দুটি উইকেট নেন রবি। একটি করে উইকেট নেন মহম্মদ শামি এবং নাথান ইলিস।
আরও পড়ুন:আইপিএলের নতুন দুই দল ঘোষণা ২৫ অক্টোবর, জানাল বিসিসিআই