দিল্লি ক্যাপিটালসকে( delhi capitals) হারিয়ে প্লে-অফের লড়াইয়ে টিকে থাকল কলকাতা নাইট রাইডার্স( KKR)। মঙ্গলবার ম্যাচে ঋষভ পন্থদের(Rishabh Panth) বিরুদ্ধে ৩ উইকেটে হারাল ইয়ন মর্গ্যানের ( Eoin Margan)দল। ম্যাচের সেরা সুনীল নারিন।
ম্যাচে এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন কেকেআর অধিনায়ক ইয়ন মর্গ্যান। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৭ রান করে দিল্লি। দিল্লির হয়ে সর্বোচ্চ রান করেন স্টিভ স্মিথ এবং ঋষভ পন্থ। দু’জনই ৩৯ রান করেন। ২৪ রান করেন শিখর ধাওয়ান। এদিন ব্যাট হাতে ব্যর্থ শ্রেয়স আইয়র। একরান করেন তিনি। ৪ রান করেন হিটম্যায়ার। কলকাতার হয়ে দুটি করে উইকেট নেন লকি ফার্গুসন, সুনীল নারিন এবং ভেঙ্কটেস আইয়র। একটি উইকেট নেন সাউদি।
জবাবে ব্যাট করতে নেমে সহজে জয় তুলে নেয় কেকেআর। কলকাতার হয়ে সর্বোচ্চ রান করেন নীতিশ রানা। ৩৬ রান করেন তিনি। ৩০ রান করেন শুভমন গিল। সুনীল নারিন করেন ২১ রান। দিল্লির হয়ে তিন উইকেট নেন আভেশ খান। একটি করে উইকেট নেন আনরিচ, রবীচন্দ্রন অশ্বিন, ললিত যাদব এবং রাবাডা।
আরও পড়ুন:এসসি ইস্টবেঙ্গলে নতুন ভূমিকায় মৃদুল বন্দ্যোপাধ্যায়