সোমবারই আনুষ্ঠানিক ভাবে কংগ্রেস ছেড়েছেন। মঙ্গলবার, সন্ধেয় কলকাতায় এলেন গোয়ার (Goa) প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহ ফ্যালেরিও (Luizinho Faleiro)। তাঁর সঙ্গে একাধিক অনুগামীও কলকাতা এসেছেন। তাঁদের স্বাগত জানান দমকলমন্ত্রী সুজিত বসু (Sujit Basu), তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডা: শান্তনু সেন (Shantanu Sen)।
সোমবার, কংগ্রেস (Congress) ছাড়ার সময়ই লুইজিনহ বলেন, “নিশ্চিতভাবেই মমতা কংগ্রেসকে সাপোর্ট করব। কারণ, তিনি ‘স্ট্রিট ফাইটার’। মমতা ফর্মুলা জিতেছে।” সূত্রের খবর, বুধবারই সদলবদলে তৃণমূলে (Tmc) যোগ দিতে পারেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী। ফ্যালেরিওর কলকাতায় আগমনে শোরগোল রাজনীতি মহলে।
আরও পড়ুন- “কংগ্রেস না বাঁচলে দেশ বাঁচবে না”, রাহুলের হাত ধরে নতুন ইনিংস শুরু কানহাইয়ার