করোনার( Corona) আক্রান্ত ভারতীয় গোলরক্ষক অমরিন্দর সিং( Amrindar Singh)। গত সোমবারই বাগান গোলরক্ষকের করোনায় আক্রান্ত হওয়ার কথা জানা যায়। করোনায় আক্রান্ত হওয়ার কারণে ভারতীয় দলের সঙ্গে সাফ কাপ(SAFF CUP) খেলতে মালদ্বীপ যেতে পারবেন না তিনি। অমরিন্দরের জায়গায় দলে এলেন ধীরাজ সিং। সোমবারই বেঙ্গালুরু পৌঁছে গিয়েছেন প্রীতম কোটালরা। বেঙ্গালুরু এফসির ফুটবলাররা মঙ্গলবার সরাসরি বিমানবন্দরে পৌঁছবেন।

এদিকে মালদ্বীপ পৌঁছনোর আগেই চিন্তার ভাঁজ ভারতীয় দলে। মালদ্বীপের রাজধানী মালেতে অনুশীলন করার কথা ভারতীয় দলের। কিন্তু সমস্যা হচ্ছে সুনীলরা থাকবেন ভারত মহাসাগরের মধ্যে অন্য একটি দ্বীপে। সেখান থেকে মালে পৌঁছনোর জন্য একমাত্র ভরসা স্পিড বোট। প্রায় ২৫ মিনিট সমুদ্রযাত্রা অতিক্রম করে মালেতে অনুশীলন করতে হবে সুনীল ছেত্রী, প্রীতম কোটালদের। যা নিয়ে এখন থেকেই উদ্বেগ বাড়তে শুরু করে দিয়েছে ভারতীয় দলের সদস্যদের মধ্যে। সূত্রের খবর, এই সমুদ্রপথে যাতায়াত বেশ চিন্তায় রাখছে ভারতীয় শিবিরকে। কারণ, মালদ্বীপে এখন প্রত্যেক দিনই বৃষ্টি হচ্ছে। এর উপরে যদি ঝড় হয়, সেক্ষেত্রে উত্তাল সমুদ্রে বোটে করে অন্য দ্বীপে যাওয়া অত্যন্ত ঝুঁকির বলে মনে করছেন তারা।
আরও পড়ুন:হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ইনজামাম-উল-হক










































































































































