খাদির পুনর্জন্ম হোক, ‘মন কি বাতে’ বার্তা মোদির

0
2

ফের আজ, রবিবার ৮১-তম ‘মন কি বাত’ (Mann ki Baat) রেডিও অনুষ্ঠানে দেশবাসীকে আরও কিছু বার্তা দেন নমো। মোদির বক্তৃতার একটা বড় অংশ জুড়ে ছিল খাদি, হ্যান্ডলুমের প্রসঙ্গ।২ অক্টোবর গান্ধীজির জন্মদিন। সে কথা উল্লেখ করে মোদি বলেন, ‘গান্ধীজির দেখানো পথে খাদির পুনর্জন্ম হোক। ভোকাল পে লোকালে জোর দিতে হবে। উৎসবের দিন খাদির পোশাক ব্যবহার করুন।’ এর আগে ২৫ জুলাইয়ের মন কি বাতেও মোদির বক্তৃতার সিংহভাগ জুড়ে ছিল খাদির প্রসঙ্গ।

আজ বিশ্ব নদী দিবসে দূষণ কমানোর বার্তাও দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, আমাদের দেশে নদীকে মা বলা হয়। সমস্ত উৎসবের সঙ্গে নদীর সম্পর্ক রয়েছে। কিন্তু তার পরেও নদী দূষণ কমানো যাচ্ছে না। একটা ভাবনার বিষয়। নদী দূষণ কমাতে সরকার তৎপর রয়েছে। ‘নমামি গঙ্গে’ মিশনে নদী দূষণ কমানোর চেষ্টা করছে সরকার।

 

advt 19