মানববন্ধু-র উদ্যোগে বাঁচানোর তাগিদে বাঁচাতে শেখা

0
1

সোদপুর সুখচর আমবাগানের কিছু বন্ধুদের দ্বারা চালিত সেচ্ছাসেবী সংগঠন ‘মানববন্ধু’ শপথ নিয়েছে বাঁচিয়ে রেখে বেঁচে থাকার। এই শপথে ব্রতী থেকেই বিগত চার বছরের মতো এবছরও বহু মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করল তারা। এবার ৫০ টি আর্থিক অস্বচ্ছল পরিবারের শিশুদের মধ্যে নতুন জামাকাপড় , করোনার মাস্ক ও খাদ্যসামগ্রী প্রদান, রক্তদান ও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করেছিল তারা। এরই সঙ্গে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বিশিষ্ট সাহিত্যিক সুকুমার রুজ। উপস্থিত ছিলেন ভারতীয় জাতীয় দলের প্রাক্তন ফুটবলার কবীর বসু, সঙ্গীতশিল্পী সৌম্যজিৎ পাল, রানী রাসমনী ধারাবাহিক খ্যাত গদাই ঠাকুর, অভিনেতা সৌরভ সাহা সহ আরও অনেক বিশিষ্ট জন।

 

advt 19