দলের বোলিং নিয়ে খুশি দিল্লির অধিনায়ক ঋষভ পন্থ

0
3

শনিবার রাজস্থান রয়‍্যালসের( Rajasthan Royals) বিরুদ্ধে ৩৩ রানে জয় পেয়েছে দিল্লি ক‍্যাপটিলাস( Delhi Capitals)। মাত্র ১২১ রানে রাজস্থানকে গুটিয়ে দেয় দিল্লির বোলাররা। আর এই জয়ের নেপথ্যে দলের বোলারদের প্রশংসায় মাতলেন দিল্লি ক‍্যাপিটালসের অধিনায়ক ঋষভ পন্থ। বললেন, আমাদের দলকে সেরা বোলিং-এর আক্রমণ যদি নাও বলি, অন্যতম সেরা তো অবশ্যই আমাদের বোলিং।

ম‍্যাচ শেষে পন্থ বলেন,” আমাদের সেরা বোলিং আক্রমণ যদি নাও বলি, অন্যতম সেরা তো অবশ্যই আমাদের বোলিং। রাবাডা, অশ্বিনের মতন বোলার দলের সম্পদ। আমাদের আইপিএল নিয়ে পরিকল্পনা রয়েছে। একেকটা ম্যাচ ধরে ধরে এগোতে চাই। নিজেদের পরিকল্পনা অনুযায়ী কাজ করতে চাই।”

এরপাশাপাশি নিজের ব‍্যাটিং নিয়ে পন্থ বলেন,” আমি নিজের ব্যাটিং নিয়ে খুশি। দল যখন জিতছে, তখন সব কিছু ঠিকই আছে।”

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস