নিম্নচাপের রেশ কাটতে না কাটতেই আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড়’গুলাব’। পুজোর আগে বাংলার আকাশে দুর্যোগের ঘনঘটা। মাত্র কিছুক্ষণ পরেই ওড়িশা ও অন্ধ্র প্রদেশের উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়বে ‘গুলাব’। তার সরাসরি প্রভাব না পড়লে বাংলায় আজ থেকেই শুরু হবে বৃষ্টি বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সোমবার থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। মঙ্গল ও বুধেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আরও পড়ুন:ধেয়ে আসছে ‘গুলাব’,দক্ষিণবঙ্গে কমলা সতর্কতা জারি
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে ওড়িশা ও অন্ধ্র উপকূলে ভারী বৃষ্টি হবে। মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। তৈরি রাখা হয়েছে বিপর্যয় মোকাবিলা দল। লালবাজারের তরফে খোলা হয়েছে কন্ট্রোলরুমও। মাইকিং করে উপকূলবর্তী এলাকায় প্রচার চালানো হচ্ছে।
অন্যদিকে এরইমধ্যে সোমবার উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে। শক্তি বাড়িয়ে সেটিও নিম্নচাপে পরিণত হব। মঙ্গলবার তার প্রভাবে মঙ্গল ও বুধবার কলকাতা, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। সেই সঙ্গে উপকূলের জেলাগুলিতে ৫০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা থেকে সর্বোচ্চ ৭০ কিলোমিটার প্রতি ঘণ্টা এবং কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা থেকে সর্বোচ্চ ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে বলে আবোহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে।
