২৮ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ঘরোয়া ক্রিকেটের( Cricket) লিগ। গত মরশুমে করোনার কারনে রঞ্জি টফি ( ranji trophy) বাতিল হলেও, এই মরশুমে ঘরোয়া ক্রিকেটকে উজ্জীবিত করতে মোট ১০৩৪টি ম্যাচ আয়োজন করার পরিকল্পনা রয়েছে বোর্ডের। মোট ১৩টি প্রতিযোগিতা আয়োজন করার ভাবনা ভারতীয় ক্রিকেট বোর্ডের( Bcci)। চলতি বছর করোনার সব বিধি মেনেই আয়োজন করা হচ্ছে সব ঘরোয়া ক্রিকেট লিগ।

এই নিয়ে বিসিসিআইয়ের এক কর্তা বলেন,” বিশাল একটা কাজ করছে বিসিসিআই। জৈব সুরক্ষা বলয় তৈরি করে এতগুলো ম্যাচ খেলানো বড় ব্যাপার। কোনও ক্রিকেট খেলিয়ে দেশ এমন কাজ করে দেখাতে পারেনি। ২৫টি শহরে জৈব সুরক্ষা বলয় তৈরি করা হবে। ভারতীয় ক্রিকেটের শিরদাঁড়া ঘরোয়া ক্রিকেট। ভারতীয় দলে বিশ্ব সেরা ক্রিকেটার তুলে আনার জন্য ঘরোয়া এই ঘরোয়া ক্রিকেট অত্যন্ত জরুরি।”
সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে ঘরোয়া ক্রিকেট। যা চলবে পরের বছর ২ এপ্রিল পর্যন্ত।
আরও পড়ুন:সাফ কাপের জন্য ঘোষণা হল ভারতীয় দল









































































































































