পারিবারিক অশান্তি মেটাতে সালিশি সভায় যুবককে মারধর, তারপরেই রহস্যমৃত্যু

0
1

পারিবারিক অশান্তি মেটাতে সালিশি সভায় এক যুবককে মারধরের অভিযোগ। এর কিছু সময় পরেই যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ৷ মায়ের মৃত্যুর পরে বাবার দ্বিতীয় বার বিয়ে ঘিরেই এই পরিবারের মধ্যে অশান্তি চলছিল। পাশাপাশি ঘরে থাকতেন তারা৷ মৃত ও তার দাদা সংসার চালাতে নিজেরা দোকানে কর্মচারীর কাজ করতেন বলে জানা গেছে। গত রাতে বাবার ঘরের টিভি ভাঙচুর করলে অশান্তি চরমে ওঠে। এই ঘটনা ঘিরে সালিশি সভাতে ওই যুবককে মারধর করেছে বলে অভিযোগ মৃতের দাদার । ঘটনাটি ঘটেছে মাথাভাঙ্গা ১ ব্লকের ছাট খাটের বাড়ি এলাকায়। মৃত ঐ যুবকের নাম আকাশ দাস ( ১৭)। জানা গেছে গতকাল সেই যুবকের বাড়িতে টিভি ভাঙ্গাকে কেন্দ্র করে তার বাবা শনিবার সকালে সালিশি সভা ডাকে। এরপরেই

যুবকের নিজের ঘরে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয় । মৃত যুবকের দাদা বলেন তাদের বাড়িতে টিভি ভাঙ্গা কে কেন্দ্র করে তার বাবাসালিশি সভা ডাকিয়ে ভাইকে মারধর করে। এরপরেই ঘরে এসে ভাই আত্মহত্যা করে বলে অভিযোগ। মৃত যুবকের পরিবার এই ঘটনায় অভিযুক্তদের শাস্তির দাবি জানিয়েছেন। যদিও বাবা কার্তিক দাস বলেন ছেলে টিভি ভাঙচুর করায় গ্রামের লোকেদের ডেকে আলোচনায় বসেছিলেন। তবে মারধরের ঘটনা ঘটেনি।

advt 19