‘শুরুটা ভালো হলেও, শেষটা ভালো হলো না’, সিএসকে ম‍্যাচ নিয়ে বললেন পাড়িক্কল

0
1

শুক্রবার আইপিএলের( Ipl) ম‍্যাচে রয়‍্যাল চ‍্যালেঞ্জার্স বেঙ্গালোরের( RCB)বিরুদ্ধে ৬ উইকেটে জিতেছে চেন্নাই সুপার কিংস( CSK)। শুরটা ভালো হলেও, শেষের দিকে রানের সংখ‍্যা বাড়াতে ব‍্যর্থ হয় কোহলির দল। ৫০ বলে ৭০ রান করেন দেবদত্ত পাড়িক্কল। তাঁর সঙ্গে ভালো শুরু করেছিলেন অধিনায়ক বিরাট কোহলি। ৫৩ রান করেন তিনি। ম‍্যাচ শেষে পাড়িক্কল বললেন, শুরুটা ভালো হলেও শেষ ঠিক হলো না।

এদিন তিনি বলেন,”১৭০ থেকে ১৮০ রানের কথা ভাবছিলাম আমরা। নিজেদের জন্য কোনও লক্ষ্য নির্দিষ্ট করিনি আমরা। তবে এর থেকে বেশি রান হতেই পারত। বলের মান অনুযায়ী খেলার চেষ্টা করছিলাম আমরা। কিন্তু শেষটা ঠিক হল না। পরের ম্যাচের আগে এটা আমাদের ঠিক করতেই হবে। আমরা চাইছিলাম খেলাটা শেষ অবধি টেনে নিয়ে যেতে। বুঝতে পারছিলাম শেষের দিকে নতুন ব্যাটসম্যানদের পক্ষে ব্যাট করা কঠিন হবে। তাই দেখে শুনে খেলছিলাম আমরা। যে বোলারকে মারা সম্ভব তাকেই মারছিলাম।”

আরও পড়ুন:শহরের বুকে মোট তিনটি ক‍্যাফে খুলতে চলেছে ইস্টবেঙ্গল ক্লাব