বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত পরিণত হতে চলেছে ঘূর্ণিঝড় ‘গুলাব’-এ। গভীর নিম্নচাপ আগামী ১২ ঘণ্টায় ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে আছড়ে পড়বে ওড়িশার গোপালপুর, অন্ধ্রপ্রদেশের বিশাখানত্তনমে। বর্তমানে নিম্নচাপের অবস্থান উত্তর পশ্চিম বঙ্গোপসাগর। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, নিম্নচাপের জেরে রাজ্যে বৃষ্টি হবে। কাল থেকে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি বাড়বে। রবিবার ভারী বৃষ্টির পূর্বাভাষ রয়েছে পূর্ব মেদিনীপুরে। সঙ্গে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে আবহাওয়া দফতরের পূর্বাভাষ। সঙ্গে বাকি জেলাগুলিতেও হালকা বৃষ্টির পূর্বাভাষ রয়েছে। সোমবার থেকে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস। সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
রাজ্যে অতি বৃষ্টিতে নদীগুলির জলস্তর বাড়ায় নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা। শহরাঞ্চলেও জল জমার সম্ভাবনা। বুধবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
আরও পড়ুন- ‘দিল্লি দখল করতে দিদির হাত শক্ত করুন’, সামশেরগঞ্জে দেব
 
 
 

 
 

 
 
 
 




























































































































