বিজেপির বাংলা সংস্কৃতি! এবার অপমানিত বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র

0
7

বাংলার মানুষের কৃষ্টি-সংস্কৃতি নিয়ে ফের ‘ছেলেখেলা’ বিজেপির। চটে লাল রাজ্যের বিদ্বজ্জনেরা। মানুষের মন পেতে বিধানসভা নির্বাচনের আগে বাড়ি বাড়ি খাওয়া, দুর্গাপুজো, সাংস্কৃতিক অনুষ্ঠান, কত কী না করেছিল গেরুয়া শিবির। কিন্তু বাংলার মানুষ নকল নবিশদের কথায় বিশ্বাস না করে তৃণমূল কংগ্রেসকে প্রাণ ভরে আশীর্বাদ করেছিল।

 

সেই ট্র‍্যাডিশন এখনও চলছে। মা দুর্গাকে অপমান করার পর এবার ভবানীপুর উপনির্বাচনের প্রচারে এসে বিজেপির আসল রূপটা ফের সামনে এনে ফেললেন সম্বিত ‘বকবক’ পাত্র। তিনি বাংলার সংস্কৃতির কথা বলতে গিয়ে মহালয়া খ্যাত বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রকে কী বললেন জানেন? বললেন, মহালয়াকে ওড়িশাবাসীরা দারুন মানেন। ‘

বিরোকৃষ্ণ ভদ্র’জিকে আমরা মানি আর শুনি। যার মহালয়া শোনেন সম্বিত ‘বকবক’ পাত্র, তিনি তার নামটাও যথাযথ জানেন না! বাঙালি সাজাটাও যথাযথ হচ্ছে না বিজেপি নেতারা। হাস্যাস্পদ হচ্ছেন। অপমান করছেন বাঙালিকে। অপমান করছেন বাংলার কৃষ্টি-সংস্কৃতি আর রাজ্যের কৃতি ব্যক্তিদের। বিদ্বজ্জনেরা বলছেন, এই ক’দিনে আরও কত কী হয় দেখুন!

 

advt 19