ফের জম্মু-কাশ্মীর সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের গুলিতে খতম ৩

0
1

সাতসকালেই নিয়ন্ত্রণ রেখা বরাবর অস্ত্রশস্ত্র নিয়ে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছিল ৫ সন্দেহভাজন ব্যক্তি। নজরে পড়তেই তাদের লক্ষ্য করে গুলি চালায় নিরাপত্তা বাহিনী। সেনার গুলিতে তিন অনুপ্রবেশকারীর মৃত্যু হলেও বাকি দুইজন নিয়ন্ত্রণরেখা পার করে পালিয়ে যায়। নিহতদের কাছ থেকে বিপুল পরিমাণ বেআইনি অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন:পেগাসাস মামলায় তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের

সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, এই নিয়ে চলতি মাসেই জম্মু-কাশ্মীর নিয়ন্ত্রণরেখা বরাবর দু’দুবার জঙ্গি অনুপ্রবেশ আটকানো হল। বৃহস্পতিবার সকালে উত্তর-কাশ্মীরের উরি এলাকায় অনুপ্রবেশকারীদের দেখতে পায় নিরাপত্তা বাহিনী। এরপরই তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়। গুলির আঘাতে তিন অনুপ্রবেশকারীর মৃত্যু হয়। সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল ডিপি পাণ্ডে একটি প্রেস বিবৃতিতে জানান, নিহত ওই অনুপ্রবেশকারীদের মধ্যে একজন পাকিস্তানের নাগরিক। বাকি দু’জনের পরিচয় এখনও জানা যায়নি।

সেনাবাহিনীর উরি বেসের কম্যান্ডিং অফিসার জানিয়েছেন,নিহত ওই তিন সন্ত্রাসবাদীর কাছ থেকে ৫টি একে-৪৭, ৭টি পিস্তল, ৫টি একে ম্যাগাজিন, ২৪টি ইউবিজিএল গ্রেনেড, ৩৮টি চিনা গ্রেনেড, ৭টি পাকিস্তানি গ্রেনেড উদ্ধার হয়েছে। এছাড়াও কিছু শুকনো খাবার ও পাকিস্তানি মুদ্রায় ৩৫ হাজার টাকা উদ্ধার হয়েছে।

advt 19