দলবিরোধী কাজের জন্য বিজেপি পঞ্চায়েত সদস্যকে বহিষ্কার

0
3

দলবিরোধী কাজের জন্য বিজেপির পঞ্চায়েত সদস্যকে ৬ বছরের জন্য দল থেকে বহিষ্কার করা হল বিজেপির পঞ্চায়েত সদস্যর বিরুদ্ধে কাটমানি, চরিত্রহীনতার অভিযোগ আনা হয়েছে । শুক্রবার ধূপগুড়ি ব্লকের গধেয়ারকুঠি গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা তথা ১০৫ নং বুথের বিজেপির পঞ্চায়েত সদস্য আনন্দ মুজুমদারকে দলবিরোধী কাজ করার জন্য ছয় বছরের জন্য বহিস্কার করল ধূপগুড়ির পশ্চিম মন্ডলের নেতৃত্বরা। শুক্রবার ধূপগুড়ির যতীনের হাট এলাকায় বিজেপির কনভেনার কমলেশ সিংহ রায়ের বাড়িতে সাংবাদিক সম্মেলন করে তাকে বহিষ্কার করা হয়। এদিনের এই সভায় উপস্থিত ছিলেন বিজেপির পশ্চিম মন্ডলের সভাপতি গৌতম মন্ডল সহ অন্যান্যরা। বিজেপির অভিযোগ, তিনি বিজেপির দলীয় প্রতীকে জিতে তৃণমূলের হয়ে কাজ করছেন। এবং কাটমানি সহ এলাকায় মহিলা সংক্রান্ত বিষয়ে অভিযোগ রয়েছে তার। যদিও অভিযোগ অস্বীকার করেন গধেয়ারকুঠি বিজেপির প্রতীকে জিতে আসা পঞ্চায়েত সদস্য আনন্দ মুজুমদার।

advt 19