রাজধানী এক্সপ্রেস পণবন্দি মামলায় ছত্রধর মাহাতোকে ফের চার্জশিট দিল এনআইএ। ওই চার্জশিটে ছত্রধর মাহাতো ছাড়াও আরও ১২ জনের নাম নথিভুক্ত রয়েছে। এদিনের ৫০ পাতার চার্জশিটে মাও-নেতা কিষেনজি, ছত্রধরের ভাই শশধর মাহাতো ছাড়াও আরও ৮ জন হোমগার্ড তালিকায় রয়েছেন। সকলের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ ছাড়াও ভারতীয় দণ্ডবিধির একাধিক জামিন অযোগ্য ধারায় অভিযোগ আনা হয়েছে।
আরও পড়ুন:দিল্লির আদালতের ভিতর গুলি চলল,গ্যাংস্টার জিতেন্দ্র গোগী সহ নিহত ৪
রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে ছত্রধর মাহাতকে মুক্তি দিয়েছিল রাজ্য সরকার। গত ২৭ মার্চ ভোটের পরের দিন তাঁকে গ্রেফতার করে এনআইএ। ৬ মাসের মাথায় ফের চার্জশিট দেওয়া হল তাঁকে । আদালত সূত্রে জানা গিয়েছে, ২০০৯ সালে দিল্লি-ভুবনেশ্বর রাজধানী এক্সপ্রেস ঝাড়গ্রামের কাছে হাইজ্যাক করেছিল মাওবাদীরা। সেই মামলায় ছত্রধরের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। যদিও আগেই তাঁকে গ্রেফতার করা হয়। বিধানসভা নির্বাচনের আগে মুক্তি পান ছত্রধর। এনআইএ সূত্রের খবর, তদন্তে জানা গিয়েছে, ছত্রধর মাহাতো তখন জেলে ছিলেন। নিজেকে কারামুক্ত করার জন্য এই পরিকল্পনা করেন। এবং বাকিদের কাজে লাগান।































































































































