করোনার চিকিৎসা থেকে বাদ পড়ল আইভারমেক্টিন এবং হাইড্রক্সিক্লোরোকুইন। কেন্দ্রের নয়া নির্দেশিকায় এই দুটি ওষুধকে বাদ দিল আইসিএমআর। তাদের দাবি, কোভিডের বিরুদ্ধে এই দুটি ওষুধ যে যথেষ্ট কার্যকর, তার কোনও প্রমাণ এখনও মেলেনি।
আরও পড়ুন:হাসপাতালে বসে গান গাইলেন ‘ফুটবল সম্রাট’ পেলে, চমকে গেলেন ভক্তরা
করোনার দ্বিতীয় ঢেউয়ের শুরুতেই কোভিড চিকিৎসায় আইভারমেক্টিন এবং হাইড্রক্সিক্লোরোকুইনের ব্যবহার নিয়ে আপত্তি জানিয়েছিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের ডিরেক্টরেট জেনারেল অব হেলথ সার্ভিসেস। শুধু তাই নয় এই দুটি ওষুধকে বন্ধ করার দাবিও জানিয়েছিল তারা। কিন্তু তখনও আইসিএমআর তাদের সঙ্গে বিষয়টি নিয়ে একমত হয়নি। যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু ডিজিএইচএস-এর নির্দেশিকাকে সঠিক বলে জানিয়েছিল। তবে এনিয়ে আইসিএমআর এবং ডিজিএইচএস-এর মধ্যে মতপার্থক্য ছিল।
নয়া নির্দেশিকা প্রসঙ্গে আইসিএমআর-এর তরফে জানানো হয়েছে, “এই দু’টি ওষুধ কোভিড চিকিৎসার জন্য উপযুক্ত কিনা তা নিয়ে বহু আলোচনা হয়েছে। শেষ পর্যন্ত বিশেষজ্ঞরা সিদ্ধান্ত নেন,ওষুধ দুটির যথেষ্ট কার্যকারিতার প্রমাণ মেলেনি। তাই এগুলিকে কোভিড চিকিৎসার তালিকা থেকে বাদ দেওয়া হল”।

 
 
 
 
 
 
 
 
 
 
 
 





























































































































