দিল্লির সীমানাগুলিতে কৃষক বিক্ষোভ দু’দিন পর ১০ মাস পূর্ণ হতে চলেছে। ঝড়-বৃষ্টি-রোদ- শীত সমস্ত কিছুকে উপেক্ষা করে দেশের কৃষকরা এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন। সেই কারণেই রাজ্যে রাজ্যে কৃষকদের দাবিগুলি যুক্ত করে আন্দোলনের মাত্রা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। সংযুক্ত কৃষক মোর্চা সমস্ত কৃষক সংগঠনগুলিকে নিয়ে আগামী ২৭ সেপ্টেম্বর ভারত বনধের ডাক দিয়েছে।
আজ, শুক্রবার অখিল ভারতীয় কিষান সংঘর্ষ সমন্বয় সমিতি পশ্চিমবঙ্গ রাজ্য শাখার উদ্যোগে কলকাতা প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছিল। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন অমল হালদার (রাজ্য আহ্বায়ক), কার্তিক পাল (রাজ্য সম্পাদক), হরিপদ বিশ্বাস, সুশান্ত ঝা, সুভাষ নস্কর, সমীর পুতুতন্ডু, তুষার ঘোষ, তপন গাঙ্গুলি কৃষক আন্দোলনের অন্যান্য নেতৃত্বরা।
এই বনধের সমর্থন করছে রাজ্য সহ সারা দেশের সমস্ত বামপন্থী ও সমস্ত শ্রমিক সংগঠন, কর্মচারী সংগঠন, মহিলা, ছাত্র-যুব, সাংস্কৃতিক সংগঠন গুলি। এই ভারত বনধকে ১৯টি বিরোধী রাজনৈতিক দল সমর্থন জানিয়েছে। সংযুক্ত কিষান মোর্চা ভারত বনধের সময় সকাল ৬টা থেকে বিকেল ৪টে পর্যন্ত।










































































































































