টেকনো সিটির থানার ব্যারাক থেকে উদ্ধার হল পুলিশকর্মীর ঝুলন্ত দেহ। এই ঘটনায় বৃহস্পতিবার সকালে চাঞ্চল্য ছড়ায় কলকাতা লাগোয়া নিউ টাউনের টেকনো সিটি থানায়। টেকনো সিটি থানায় সাব ইন্সপেক্টর পদে কর্মরত ছিলেন নিহত পুলিশ আধিকারিক দিব্যেন্দু মানিক।
পুলিশ সূত্রে খবর, দিব্যেন্দু থানার উপরে ব্যারাকেই থাকতেন। এদিন মর্নিং শিফটে ডিউটি ছিল তাঁর। তাঁকে ডাকতে এক সহকর্মী সকালে যখন যান, তখন ঘরের ভিতরে ওই পুলিশ আধিকারিকের ঝুলন্ত দেহ দেখতে পান তাঁরা। দরজা ভিতর থেকে বন্ধ ছিল। খবর দেওয়া হয় পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকদের। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। যোগাযোগ করা হয়েছে নিহত পুলিশ আধিকারিকের পরিবারের সদস্যদের সঙ্গে।
আরও পড়ুন-ত্রিপুরা: প্রশাসন আইনের মধ্যে থেকে কাজ না করলে আইন অমান্য আন্দোলনের হুঁশিয়ারি তৃণমূলের
সহকর্মীদের দাবি, অত্যন্ত দক্ষ ও কর্মঠ অফিসার ছিলেন দিব্যেন্দু মাণিক। তবে, সম্প্রতি মানসিক অবসাদে ভুগছিলেন বলে জানা গিয়েছে। সেকারণেই সম্ভবত আত্মহত্যা করেছেন। কী কারণে অবসাদ? পারিবারিক অশান্তি নাকি পেশাগত সমস্যা? খতিয়ে দেখা হচ্ছে।









































































































































