রায়গঞ্জে ভয়াবহ পথদুর্ঘটনা। বুধরার রাতে উত্তরদিনাজপুরের রায়গঞ্জের রূপাহারে ৩৪ নম্বর জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে পড়ে যায় একটি যাত্রীবোঝাই বেসরকারি বাস। মর্মান্তিক এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ছ’জনের। আশঙ্কাজনক অবস্থায় তিন জনকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে রয়েছে রায়গঞ্জ থানার পুলিশ।
আরও পড়ুন:মমতার জয় নিশ্চিত, সঙ্কীর্ণ মনোভাব থেকে প্রার্থী দিয়েছে বিজেপি, টুইট কুমারস্বামীর
স্থানীয় সূত্রের খবর, বুধবার রাতে পরিযায়ী শ্রমিক বোঝাই ওই বাসটি লক্ষ্ণৌর দিকে যাচ্ছিল। রায়গঞ্জে নির্মীয়মাণ জাতীয় সড়ক ও পুরনো জাতীয় সড়কের সংযোগস্থলে রূপাহারের কাছে দুর্ঘটনাটি ঘটে।বিভিন্ন জায়গা থেকে পরিযায়ী শ্রমিকরা যাচ্ছিলেন ওই বাসে। ৫০ জনেরও বেশি শ্রমিক বাসে ছিল বলে জানা গিয়েছে।দুর্ঘটনাস্থলের কাছেই লোকালয় হওয়ায় স্থানীয় বাসিন্দারাই প্রাথমিক উদ্ধার কাজ শুরু করেন। তাঁরা বাসের মধ্যে আটকে থাকা শ্রমিকদের উদ্ধার করে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। এরপর উদ্ধারকাজে হাত লাগায় তারা। রাত তিনটে নাগাদ উদ্ধার কাজ শেষ হয়।
পুলিশ সূত্রের খবর, বাসের মধ্যেই পাঁচ জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। অপর একজনকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর তার মৃত্যু হয়েছে। তিনজনের অবস্থা এখনও আশঙ্কাজনক। স্থানীয়রা জানিয়েছেন, দুর্ঘটনাস্থলে দীর্ঘদিন ধরে কাজ চলার কারণে প্রায়শই দুর্ঘটনা ঘটে থাকে। তবে গতকালের মর্মান্তিক দুর্ঘটনা সম্পর্কে তারা জানিয়েছেন, ওভারটেক করতে গিয়ে নরম মাটিতে বাসটির চাকা পিছলে যায়। গতি বেশি থাকায় নয়ানজুলিতে পড়ে যায় বাসটি।
