সিনেমায় সুযোগ দেওয়ার নাম করে এক যুবকের বিরুদ্ধে কুপ্রস্তাব ও টাকা হাতানোর অভিযোগ করেন এক তরুণী। বুধবার রাতে হরিদেবপুর এলাকা থেকে অভিযুক্ত যুবককে গ্রেফতার করল নরেন্দ্রপুর থানার পুলিস। ধৃতকে আজ বারুইপুর আদালতে পেশ করা হবে।
আরও পড়ুন:বিমান সফরে কাজে মগ্ন মোদি, ছবি প্রকাশ্যে আসতেই প্রচার বলে কটাক্ষ নেটিজেনদের
নরেন্দ্রপুরের বাসিন্দা এই তরুণী কয়েকটি বাংলা ধারাবাহিকে অভিনয় করেছেন। জানা গিয়েছে উঠতি ওই নায়িকার সঙ্গে আলাপ হয় টলিউডের এক মেকআপ আটির্স্টের। ৬ সেপ্টেম্বর অভিনেত্রী পায়েল সরকারের জন্মদিনের পার্টিতেই প্রথম সাক্ষাৎ তাদের। অভিযুক্তের নাম ঋতুরাজ হালদার। ওই তরুণীর কাছে নিজেকে টলিউডের সহকারী পরিচালক হিসেবে পরিচয় দেয় অভিযুক্ত। এরপর শুরু হয় কথোপকথন। সিরিয়াল ও সিনেমাতে কাজের সুযোগ পাইয়ে দেওয়ার নাম করে কুপ্রস্তাব ছাড়াও ১০ হাজার টাকাও নেয় অভিযুক্ত ওই যুবক। অভিযোগ, টাকা নেওয়ার পর কাজের কথা বললেই ওই অভিনেত্রীকে এড়িয়ে যেতে থাকে ঋতুরাজ।পরিস্থিতি বুঝতে পেরে বুধবার বিকেলে অভিযুক্তের বিরুদ্ধে নরেন্দ্রপুর থানার দ্বারস্থ হন অভিনেত্রী। এরপর ঋতুরাজের নামে থানায় অভিযোগ দায়ের করেন তিনি। ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। এরপর বুধবার বিকেলে ঋতুরাজকে হরিদেবপুর এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।
