রাষ্ট্রপুঞ্জের অধিবেশন ও কোয়াড সম্মেলনে যোগ দিতে আমেরিকা সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। মঙ্গলবার দিল্লি থেকে বিশেষ বিমানে আমেরিকার উদ্দেশ্যে রওনা দেন তিনি। তার দীর্ঘ এই বিমানযাত্রার(plane) একটি ছবি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে সফররত প্রধানমন্ত্রী(Prime Minister) কাজে মগ্ন। বলার অপেক্ষা রাখে না ছবিটি প্রকাশ্যে আসার পর রীতিমতো ভাইরাল। ছবিটিকে ঘিরে একদিকে যেমন প্রশংসায় মগ্ন বিজেপি অনুগামীরা, অন্যদিকে তীব্র কটাক্ষ থেকে এসেছে নেটিজেনদের তরফে।
আরও পড়ুন:ব্যাটসম্যান নয়, ‘ব্যাটার’, লিঙ্গভেদ রুখতে বড় পদক্ষেপ এমসিসির
ভাইরাল ছবিটিতে দেখা গিয়েছে বিমানের সিটে বসে একগুচ্ছ ফাইল হাতে নিয়ে কাজ করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবির ক্যাপশনে লেখা, “দীর্ঘ বিমানযাত্রা মানে বেশকিছু ফাইল ওয়ার্ক সেরে নেওয়া।” কর্ম অনুরাগী প্রধানমন্ত্রীর এই ছবি দেখে দেশের রেলমন্ত্রী মন্তব্য করেছেন, অক্লান্ত ভাবে দেশের সেবায় নিরন্তর নিয়োজিত। মোদিকে ‘ভারত মায়ের সন্তান’ উল্লেখ করে লালবাহাদুর শাস্ত্রীরও একই রকম ভাবে বিমানে বসে কাজ করার একটি ছবি শেয়ার করেছেন বিজেপি নেতা কপিল মিশ্র। তবে একদিকে যখন বিজেপি নেতৃত্ব মোদীর প্রশংসায় পঞ্চমুখ অন্যদিকে ছবিটিকে ঘিরে রীতিমতো কটাক্ষ থেকে এসেছে নেটিজেনদের তরফ। বহু মানুষ মন্তব্য করেছেন আত্মপ্রচারের মগ্ন মোদি। কারও মতে এটাও এক ধরনের প্রচার কৌশল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।












































































































































