বেআইনি দখলদারি উচ্ছেদ করতে গিয়ে রণক্ষেত্রের চেহারা নিল অসমের(Assam) দরং। অবৈধভাবে ওই স্থান দখল করে থাকা মানুষদের সঙ্গে রীতিমতো সংঘর্ষ হলো অসম পুলিশের। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে গুলি চালায় পুলিশ। গুলিতে মৃত্যু হয়েছে দু’জনের। আহত হয়েছেন বেশ কয়েকজন পুলিশ কর্মী(police)। ঘটনাটি ঘটেছে অসমের সিপাঝার এলাকায়। ভয়াবহ এই ঘটনার ভিডিও সম্প্রতি প্রকাশ্যে এসেছে।
https://twitter.com/ShajahanAikhari/status/1440991757248839693?s=08
আরও পড়ুন:ভোট পর্বে প্রাকৃতিক দুর্যোগ, নবান্নের নির্দেশে তৈরি বিপর্যয় মোকাবিলা বাহিনী
জানা গিয়েছে, বৃহস্পতিবার ওই এলাকায় উচ্ছেদ অভিযান চালায় অসমের পুলিশ বাহিনী। এসময় পুলিশের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় স্থানীয়রা। পাল্টা কাঁদানে গ্যাস ও গুলি চালায় পুলিশ। যে ভিডিও প্রকাশ্যে এসেছে সেখানে দেখা যাচ্ছে, এক ব্যক্তিকে গুলি করা হয়েছে এবং সে গুলিবিদ্ধ অবস্থায় মাটিতে পড়ে রয়েছে। তার উপরেই লাঠির বাড়ি মারছে পুলিশ। এক চিত্রগ্রাহক গুলিবিদ্ধ ওই ব্যক্তির ওপর লাথি, ঘুষি মেরে চলেছেন। ঘটনা আরো বেশ কয়েকটি ভিডিও প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা যাচ্ছে, আহত পুলিশ কর্মীদের ধরে নিয়ে যাচ্ছেন তার সহকর্মীরা। এই ঘটনায় পুলিশের তরফে জানানো হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে শূন্যে গুলি চালানো হয়। তারপরও এলোপাথাড়ি পাথর ছুড়তে থাকে বিক্ষোভকারীরা। পুলিশের পাল্টা গুলিতে দুজন বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে।