ভোট পর্বে প্রাকৃতিক দুর্যোগ, নবান্নের নির্দেশে তৈরি বিপর্যয় মোকাবিলা বাহিনী

0
2

আগামী ৩০ সেপ্টেম্বর কলকাতার ভবানীপুর উপনির্বাচন (Bhawanipur By Poll) সহ রাজ্যের আরও দুটি কেন্দ্রে ভোট গ্রহণ। কিন্তু হওয়া অফিসের (Weather Office) পূর্বাভাস (Forecast) ভোট পর্বের মধ্যে বৃষ্টি নিয়ে অশনি সঙ্কেত দিচ্ছে। একনাগাড়ে চলতে পারে দুর্যোগ। মুখ্যমন্ত্রী (CM) তথা ভবানীপুর উপনির্বাচনে তৃণমূল (TMC) প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee) প্রচারে গিয়ে মানুষকে আবেদন করেছেন, বৃষ্টি উপেক্ষা করে ভোটগ্রহণ কেন্দ্রে যাওয়ার।

আরও পড়ুন:২০২৪-এ খেলা হবে দিল্লিতে: জঙ্গিপুরে ভোট প্রচারে গিয়ে বার্তা অভিষেকের

শুধু তাই নয়, দুর্যোগ মোকাবিলায় তৈরি থাকছে রাজ্য প্রশাসন। যে কোনও পরিস্থিতির মোকাবিলার জন্য তৈরি থাকছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীও (NDRF)। ইতিমধ্যেই নবান্ন (Nabanna) থেকে সংশ্লিষ্ট জেলাশাসকের কাছে প্রয়োজনীয় নির্দেশ পাঠিয়েছেন পরিস্থিতি মুখ্যসচিব (CS) এইচ কে দ্বিবেদী (H K Drevedi)। এদিকে মঙ্গল থেকে বৃহস্পতিবার পর্যন্ত ইভিএম (EVM) পরীক্ষা অর্থাৎ ‘মক পোল’ (Mock Poll) হয়েছে।

advt 19