করোনার থাবা এবার ডুরান্ড কাপে, আক্রান্ত আর্মি রেডের ফুটবলার

0
3

ক্রিকেটের( Cricket) পর এবার ফুটবল( Football)। করোনার ( Corona) থাবা এবার ডুরান্ড কাপেও( Durand Cup)। করোনায় আক্রান্ত হলেন আর্মি রেডের ফুটবলার। যার কারণে শুক্রবার বন্ধ হয়ে গেল আর্মি রেড ও বেঙ্গালুরু ইউনাইটেডের কোয়ার্টার ফাইনালের ম্যাচ। তবে  ঠিক কত জন ফুটবলার করোনা আক্রান্ত হয়েছেন, তা নিয়ে এখনও কিছু জানা যায়নি। কল্যাণীতে হওয়ার কথা ছিল এই ম্যাচটি।

শুক্রবারই কল‍্যাণীতে হওয়ার কথা ছিল আর্মি রেড ও বেঙ্গালুরু ইউনাইটেডের কোয়ার্টার ফাইনালের ম্যাচ। কিন্তু আর্মি রেডের ফুটবলার করোনায় আক্রান্ত হওয়ার খবর সামনে আসার পর শুক্রবারের ম্যাচে না খেলার সিদ্ধান্ত নেয় আর্মি রেড। ফলে ম‍্যাচ না খেলা হলেও সেমিফাইনালে উঠে গেল বেঙ্গালুরু ইউনাইটেড।

এদিন ডুরান্ড আয়োজকদের তরফ থেকে জানানো হয়,”ফুটবলার, কর্তাদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে আমরা পদক্ষেপ করেছি। বাকি প্রতিযোগিতাও যাতে ঠিক ভাবে চালানো যায় সেই দিকেই আমাদের নজর। সুষ্ঠুভাবে এই টুর্নামেন্ট আয়োজন করাই এখন লক্ষ‍্য।”

আরও পড়ুন:ছোটবেলার ক্লাব স্যান্টোসের জন্য গান গাইলেন পেলে, ভাইরাল ভিডিও