ফের ‘মৃতদেহ’ নিয়ে রাজনীতি বিজেপির, কালীঘাটে ধুন্ধুমার

0
3

ফের মৃতদেহ নিয়ে রাজনীতি বিজেপির। বিজেপি প্রার্থীর মৃতদেহ নিয়ে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির সামনে বিক্ষোভ দেখালেন বিজেপির নেতা-কর্মীরা। রাস্তার উপর বসে পড়ে অবরোধ শুরু করেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। সঙ্গে ছিলেন অর্জুন সিং, ভবানীপুরের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। চলে পুলিশ-বিজেপি কর্মীদের ধস্তাধস্তি।

দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মানস সাহার মৃত্যু হয় বুধবার। বিজেপির অভিযোগ, ভোট পরবর্তী হিংসায় মৃত্যু হয়েছে মানসের। বৃহস্পতিবার তাঁর দেহ নিয়ে যাওয়া হয় মুরলিধর সেন লেনে রাজ্য বিজেপির কার্যালয়ে। সেখানে শেষশ্রদ্ধা জানানো হয়। তারপর মৃতদেহবাহী গাড়ি নিয়ে ক্যাওড়াতলা শ্মশানের উদ্দেশে যাত্রা করেন বিজেপি নেতা-কর্মীরা। আচমকাই কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে গিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা।

আরও পড়ুন: ভবানীপুরে প্রিয়াঙ্কার সমর্থনে প্রচার কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরীর

বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কথায়,”এর জবাব দেবেন গোটা পশ্চিমবঙ্গের মানুষ। পুলিশ দিয়ে বিজেপিকে রুখে দিতে পারবেন না।” এর পাল্টা তৃণমূল বিধায়ক তাপস রায় জানান,”বিজেপি উশৃঙ্খল দল। নতুন সভাপতি নিজেকে প্রচার করতে চাইছেন। এটা ওঁর কাজ নাকি!”

মুখ্যমন্ত্রীর বাড়ির এলাকা অর্থাৎ হাই সিকিউরিটি জোনের নিরাপত্তার কথা ভেবে পুলিশ তাঁদের সরানোর চেষ্টা করে। ঘটনাস্থলে পৌঁছে যান ডিসি, সাউথ আকাশ মেঘারিয়া। তাঁর উপস্থিতিতে পরিস্থিতি খানিকটা নিয়ন্ত্রণে আসে।
advt 19