অবিরাম বৃষ্টিতে জলমগ্ন শহর-শহরতলীর বিস্তীর্ণ এলাকা। আর সেই জমা জলেই বিপত্তি। ফের বিদ্যুৎস্পৃষ্ট (Electrostatic) হয়ে মর্মান্তিক দুর্ঘটনা। টিটাগড়-খড়দহ-দমদমের পর এবার আগরপাড়া (Agarpara)। এবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক পৌঢ়ের। মৃতের নাম দীপক চৌধুরীর (৬৫)। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে আগরপাড়ার তারাপুকুর এলাকায়।
জানা গিয়েছে, তারাপুকুর এলাকার বাসিন্দা দীপক চৌধুরীর বাড়ির আশপাশে জল জমে ছিল। রাতে বাইরে থেকে ফেরার সময় বাড়ির সামনেই বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। এরপর প্রতিবেশিরা খড়দহ থানা ও বিদ্যুৎ বিভাগে খবর দেয়। বিদ্যুৎ সংযোগ বন্ধ করার পর খড়দহ থানার পুলিশ আশঙ্কাজনক অবস্থায় দীপকবাবুকে উদ্ধার করে। বলরাম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
এর আগে গত মঙ্গলবার খড়দহ এবং টিটাগড়ে একইভাবে জমাজলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৪ জনের মৃত্যু হয়। বুধবার বিকেলে দমদম বান্ধবনগরে খেলতে গিয়ে লাইট পোস্টে হাত দিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় দু’জন নাবালিকা। এ নিয়ে জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭। তাদের মধ্যে তিনজন শিশু










































































































































