‘অধীর চৌধুরীর ভরসা ভারতীয় জনতা পার্টি’মন্তব্য দিলীপ ঘোষের

0
3

দিন কয়েক আগেই গেরুয়া শিবির ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন বাবুল সুপ্রিয়। আরও বহু সাংসদ তৃণমূলে যোগ দিতে পারে বলে জল্পনা। এরই মাঝে কংগ্রেস নেতা অধীর চোধুরীকে বিজেপিতে যোগ দেওয়ার পরামর্শ দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।

আরও পড়ুন:বিদ্যুৎ উৎপাদনে দেশের সেরা সাঁওতালডিহি তাপবিদ্যুৎ কেন্দ্র,টুইটে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

আগামী ৩০ সেপ্টেম্বর ভবানীপুর কেন্দ্র ছাড়াও মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ও জঙ্গিপুর বিধানসভার উপনির্বাচনের দিন ঘোষণা হয়েছে। সেখানকার প্রচার শুরুর আগে বহরমপুর রেল স্টেশনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অধীর চৌধুরীর উদ্দেশ্যে তিনি বলেন,  “অধীর চৌধুরী ডুবন্ত জাহাজ ছেড়ে যেতে চাইছেন। কিন্তু তিনি যেখানে যেতে চাইছেন সেটাও ফুটো হয়ে গিয়েছে। এখন তাঁর কাছে একটাই ভরসা ভারতীয় জনতা পার্টি।”

advt 19