জলপাইগুড়ি জেলা প্রশাসনের উদ্যোগে বুধবার থেকে শুরু হল স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের দ্বারা নির্মিত বিভিন্ন সামগ্রীর প্রদর্শন ও প্রচার অনুষ্ঠান।জেলা গ্রামোন্নয়ন দফতর ও ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিটের ব্যবস্থাপনায় আয়োজিত এই প্রদর্শনী অনুষ্ঠান হচ্ছে জলপাইগুড়ির জেলাশাসকের দফতরে। আনুষ্ঠানিকভাবে এই প্রদর্শনীর উদ্বোধন করেন জলপাইগুড়ির জেলাশাসক মৌমিতা গোদারা বসু। উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের বিভিন্ন আধিকারিকরা। আগামী তিনদিন ধরে চলবে এই প্রচার প্রদর্শনী। জেলার বিভিন্ন প্রান্তের স্বনির্ভর গোষ্ঠীর শিল্পীরা অংশ নিয়েছেন এই প্রদর্শন ও প্রচার অনুষ্ঠানে। জলপাইগুড়ি জেলা তথ্য ও সংস্কৃতি দফতরের আধিকারিক সূর্য ব্যানার্জি জানান, এই বিশেষ আয়োজন খোলা থাকবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিদিন বেলা ১২টা থেকে সন্ধ্যে ৭টা পর্যন্ত চলবে প্রদর্শন। স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা তাদের হাতে তৈরি বিভিন্ন সামগ্রীর সঙ্গে এনেছেন পাটের তৈরি কাপড়। এছাড়া বিভিন্ন ছোট ছোট জিনিস রয়েছে এখানে। রয়েছে চিংড়ির চপ, মুরগি, সবজি, মোমো, চারাগাছ ইত্যাদি।