শিলিগুড়ি পুরসভার দুই প্রাক্তন সিপিএম কাউন্সিলর সহ ৫০ জন তৃণমূলে

0
1

শিলিগুড়িতে (North Bengal, Siliguri) সিপিএমে (CPM) ভাঙন চলছেই। মঙ্গলবার শিলিগুড়ি পুরসভার দুই প্রাক্তন সিপিএম কাউন্সিলর সহ ৫০ জন তৃণমূলে (TMC) যোগ দেন। এঁরা হলেন, পুরসভার ২৮ নম্বর ও ৩২ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর যথাক্রমে শর্মিলা দাস ও তাপস চট্টোপাধ্যায়। দার্জিলিং জেলা সভানেত্রী পাওইয়া ঘোষ জানান, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন মূলক কাজ দেখে ওঁরা সামিল হয়েছেন।এদিন তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া দীপক শীল ফের দলে ফেরেন। এর আগে সিপিএমের কমল আগরওয়ালা, প্রীতিক্ণা বিশ্বাসের মত প্রাক্তন সিপিএম কাউন্সিলর তৃণমূলে সামিল হয়েছেন।

advt 19