“ভাগ্যে ছিল ভবানীপুর থেকে জিতে মুখ্যমন্ত্রী হব। সেটাই হচ্ছে।” বুধবার, বিকেলে একবালপুরের প্রচার সভা থেকে একথা বলেন তৃণমূল (Tmc) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)।
মমতা জানান, “সাতবার সাংসদ ছিলাম। খিদিরপুর সাথে ছিল”। গত দুবার এখান থেকেই মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন তিনি। মমতা বলেন, “এটাই হয়তো উপরওয়ালার খেলা। তিনি আমাকে ভবানীপুর (Bhawanipur) থেকেই লড়াইয়ের নির্দেশ দিয়েছেন”। নন্দীগ্রামে দাঁড়িয়েছিলেন। কিন্তু তাঁকে ষড়যন্ত্র করে হারানো হয়েছে বলে অভিযোগ করেন তৃণমূল সুপ্রিমো।
তৃণমূল সুপ্রিমো বলেন, “এবার নির্বাচনে লড়াই-আন্দোলনের জায়গা নন্দীগ্রাম (Nandigram) থেকে দাঁড়ানোর অনুরোধ করা হয়েছিল। তাই দাঁড়িয়েছিলাম। কিন্তু ওখানে যে কী ভাবে হারানো হয়েছে তা প্রকাশ্যে আসবে। জানলে ভয় পেয়ে যাবেন। আদালতে মামলা চলছে”। এরপরেই মমতা বলেন, “মুখ্যমন্ত্রী হলে ভবানীপুর থেকেই হবে। এটা ভাগ্যের খেলা। আপনাদের ছেড়ে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়।’’
আরও পড়ুন:বাংলাকে স্বাধীন করেছি, বিজেপি-কে তাড়িয়ে এবার দেশকে স্বাধীন করব: মমতা
ঝড়-বৃষ্টি হলেও একশোয় একশোজনকে ভোট দিতে বেরাতে হবে। একটা ভোটও অত্যন্ত মূল্যবান- প্রচারসভা থেকে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের।












































































































































