ব্রেকফাস্ট স্পোর্টস

0
1

১) আইপিএলের দ্বিতীয় পর্বের ম‍্যাচে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ২ রানে জিতল রাজস্থান রয়‍্যালস। ম‍্যাচের সেরা কার্তিক ত‍্যাগী।

২) আইপিএলে অভিষেক হল বাংলার ঈশান পোড়েলের । মঙ্গলবার রাজস্থান রয়‍্যালসের বিরুদ্ধে পাঞ্জাব কিংসের হয়ে অভিষেক ঘটল চুচুঁড়া ছেলের। আর অভিষেক ম‍্যাচেই নিলেন একটি উইকেট।

৩) বুধবার এএফি কাপের ইন্টার জোনাল সেমিফাইনালে নাসাফের বিরুদ্ধে নামছে এটিকে মোহনবাগান। সেই ম‍্যাচকে জিততে পাখির চোখ বাগান কোচ হাবাসের।

৪) অস্ট্রেলিয়ার কাছে ৯ উইকেটে হারলে সময়টা ঠিক একটা খারাপ যাচ্ছে না ভারত অধিনায়ক মিতালি রাজের। আবারও আইসিসি ব‍্যাটসম‍্যানদের র‍্যাঙ্কিং-এ শীর্ষ স্থান ফিরে পেলেন তিনি।

৫) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একেবারেই দাঁড়াতে পারল না ভারতীয় দল। মঙ্গলবার অস্ট্রেলিয়ার কাছে ৯ উইকেটের হারল তারা।

আরও পড়ুন:ব্রেকফাস্ট নিউজ