নীরজের সঙ্গে দেখা করলেন বিন্দ্রা, দিলেন ছোট্ট উপহার ‘টোকিও’কে

0
21

টোকিও অলিম্পিক্সে( Tokyo Olympics) সোনা জয়ী নীরজ চোপড়ার( Neeraj Chopra) সঙ্গে দেখা করলেন বেজিং অলিম্পিক্সে (beijing olympics)সোনার পদক জয়ী শুটার অভিনব বিন্দ্রা( Abhinav Bindra)। এদিন নীরজের সঙ্গে দেখা করে একটি ছোট্ট কুকুর ছানাও উপহার দিলেন বিন্দ্রা।

এদিন টুইটারে বিন্দ্রা লেখেন,” দারুণ লাগল নীরজের সঙ্গে কথা বলে।” এদিন নীরজকে একটি ছোট্ট কুকুর ছানাও উপহার দেন বিন্দ্রা। যার নাম রাখেন ‘টোকিও’। সেই নিয়ে নীরজের উদ্দেশে বিন্দ্রা লেখেন, “তোমায় আরও অনুপ্রেরণা দিক টোকিও, যাতে ২০২৪ সালে তুমি প্যারিস থেকে সোনা আনতে পারো। আর ‘টোকিও’ যেন তার ভাই বা বোন পায়। যার নাম হবে ‘প্যারিস’।”

অর্থাৎ বিন্দ্রা এক প্রকার ঘোষণাই করে দিলেন প্যারিসে সোনা জিতলে আবারও একটি কুকুরছানা উপহার পাবেন নীরজ।

গোটা বিষয়টি নিয়ে অভিনব বিন্দ্রাকে ধন‍্যবাদ জানিয়েছেন  নীরজ।

আরও পড়ুন:আইপিএলে দুর্নীতির ছায়া ? হুডার পোস্ট নিয়ে তদন্ত বিসিসিআইয়ের দুর্নীতি দমন শাখার