প্রয়াগরাজে রহস্যমৃত্যু অখিল ভারতীয় আখাড়া পরিষদের প্রধান মহন্ত নরেন্দ্র গিরির (Nagendra Giri)। এর জেরে FIR দায়ের করা হয়েছে। উত্তরপ্রদেশ পুলিশ সূত্রে খবর, প্রাথমিক ভাবে আত্মহত্যা হলেও এ নিয়ে বিতর্ক দেখা দেয়। কারণ, সুইসাইড নোটে এক শিষ্য আনন্দ গিরির (Anand Giri) বিরুদ্ধে অভিযোগ করছেন মহন্ত। সেই অভিযোগের ভিত্তিতে আনন্দকে গ্রেফতার করা হয়েছে।
প্রয়াগরাজে (Prayagraj) বাঘামবাড়ি মঠে মহন্তের ঘর থেকেই তাঁর ঝুলন্ত দেহ মেলে। পাওয়া যায় ১২ পাতার সুইসাইড নোট (Suicide Note)। ওই নোটের সূত্র ধরেই হরিদ্বার থেকে আনন্দ গিরিকে গ্রেফতার করে পুলিশ। সুইসাইড নোটে আনন্দের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেন নরেন্দ্র গিরি। সে কারণে তিনি মানসিকভাবে বিধ্বস্ত ছিলেন বলেও উল্লেখ করা রয়েছে।
আরও পড়ুন: জম্মু-কাশ্মীরে দুর্ঘটনার কবলে সেনাবাহিনীর হেলিকপ্টার, আহত দুই
আবার আনন্দের অভিযোগ, তাঁর গুরুজিকে খুন করা হয়েছে। কার সঙ্গে নরেন্দ্র কোন বিভাগ ছিল না। পুলিশ আর জমি মাফিয়ারা তাঁকে চক্রান্তে করে ফাঁসিয়েছে বলে অভিযোগ আনন্দের।
এডিজি প্রশান্ত কুমার জানান, সুইসাইড নোটে নরেন্দ্র গিরি তাঁর উত্তরাধিকারের বিষয়টি লিখে গিয়েছেন। মহন্ত গিরি মঠ ও আশ্রম নিয়ে ভবিষ্যতে কী করতে হবে? তাও লিখে গিয়েছেন।সুইসাইড নোটটিকে এক ধরনের ইচ্ছাপত্রই বলা যায় বলে মত পুলিশের। তবে, মৃত্যু কীভাবে হয়েছে তা ময়নাতদন্তের রিপোর্টেই স্পষ্ট হবে।












































































































































