মর্মান্তিক,খড়দহে জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিন জনের মৃত্যু

0
1

বৃষ্টির জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিন জনের মৃত্যু হল। মঙ্গলবার খড়দহের পাতুলিয়ায় এক সরকারি কোয়ার্টারের বাসিন্দারা জলমগ্ন এলাকা ছেড়ে অন্যত্র আশ্রয় নেন। কিন্তু, ওই পরিবারের তিনজন বাড়িতেই ছিলেন। পুলিশের প্রাথমিক অনুমান বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে তাঁদের৷ মৃতরা বাবা, মা ও ছেলে। ছেলের নাম শুভ দাস(১১)। মায়ের নাম পৌলোমী দাস(৩৫) এবং বাবার নাম রাজু দাস(৩৯)। ঘটনার তদন্তে রহড়া থানার পুলিশ।

আরও পড়ুন- হাসপাতালে চিকিৎসাধীন কুণাল, দেখা করলেন সুস্মিতা-সহ তৃণমূল নেতৃত্ব

স্থানীয় সূত্রেজানা গিয়েছে, মৃতরা পাতুলিয়া গভর্নমেন্ট কোয়ার্টারের বাসিন্দা৷ এ দিন রাজা দাস নিজের বাড়িতে জমা জলের মধ্যে দাঁড়িয়ে ফ্রিজের বিদ্যুৎ সংযোগ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হন৷ তা দেখে তাঁর স্ত্রী পৌলোমী দাস ছুটে গিয়ে বাঁচাতে যান৷ কিন্তু, বিদ্যুৎস্পৃষ্ট হন৷ তাঁদের বাঁচাতে এগিয়ে আসে বড় ছেলে শুভ দাস৷ তখন ছোট ছেলে ঘরের ভেতরে খাটে বসে সব দেখছে৷ পরে চিৎকার করে স্থানীয় মানুষজনকে ডাকে৷

প্রতিবেশীরা ছুটে এসে তিনজনকে উদ্ধার করে বারাকপুর বিএনবোস মহকুমা হাসপাতালে নিয়ে যান৷ কিন্তু, চিকিৎসকরা তিনজনকেই মৃত বলে ঘোষণা করেন৷ এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।

 

advt 19