পুজো অনুদান নিয়ে রাজ্যের বক্তব্য তলব হাইকোর্টের

0
3

দুর্গাপুজোর আয়োজন করে এমন ক্লাবগুলিকে ৫০ হাজার টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা আগেই করেছে রাজ্য সরকার৷ সরকারি এই সিদ্ধান্তের বৈধতা নিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের করা জনস্বার্থ মামলায় মঙ্গলবার রাজ্যের বক্তব্য তলব করেছে হাইকোর্ট৷

আরও পড়ুন:দুর্ভোগ এখনই কমছে না, আজও দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টি পূর্বাভাস
এদিন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল ও বিচারপতি রাজর্ষি ভারদ্বাজের ডিভিশন বেঞ্চ রাজ্যের বক্তব্য তলবের পাশাপাশি জানিয়েছে, এই মামলার পরবর্তী শুনানি আগামী ২৪ নভেম্বর। এদিনের শুনানিতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্র নাথ মুখোপাধ্যায় আদালতে জানান, ২০২১-এর দুর্গাপুজোয় এখনও সরকারের তরফে কোনও অর্থই পুজো আয়োজক ক্লাবগুলিকে দেওয়া হয় নি।

আরও পড়ুন:“এবার আমার পাঠানো বর্ণপরিচয় ওনার কাজে আসবে”, দিলীপকে ফের খোঁচা বাবুলের

advt 19