ভোট-পরবর্তী অশান্তি: তথ্যে  অসঙ্গতি, ২৮৭৭-র মধ্যে ১৩৫৬টি অভিযোগ ভুয়ো, সুপ্রিম কোর্টে রাজ্য

0
1

ভোট-পরবর্তী অশান্তি নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার। দেশের শীর্ষ আদালতে ভোট পরবর্তী অশান্তির মামলায় হলফনামা পেশ করে পশ্চিমবঙ্গ সরকার। এবার সুপ্রিম কোর্টে বিস্ফোরক অভিযোগ রাজ্যের।

রাজ্যের দাবি, ভোট পরবর্তী অশান্তি সংক্রান্ত ২৮৭৭টি অভিযোগ খতিয়ে দেখেছে পুলিশ। যার মধ্যে  ১৩৫৬টি অভিযোগই ভুয়ো। জাতীয় মানবাধিকার কমিশন দ্বারা গঠিত কমিটি দাবি করেছে, মোট অভিযোগের মাত্র ৩ শতাংশ ক্ষেত্রে ব্যবস্থা গ্রহণ করেছে রাজ্য পুলিশ। কিন্তু বাস্তবে তা ৫৮ শতাংশ। রাজ্যে মোট ভোট পরবর্তী অশান্তির মামলা রুজু হয়েছে ১৪২৯টি।

আরও পড়ুন: কলকাতার হাসপাতালে সফল ফুসফুস প্রতিস্থাপন, পূর্ব ভারতে প্রথম বলে দাবি

রাজ্যের দাবি, পুলিশের তরফে ১৪২৯টি মামলা করা হয়েছে। ৬৫২টি অভিযোগের এফআইআর দায়ের করা হয়েছে। যেখানে অভিযুক্ত হিসেবে পাওয়া গিয়েছে ৮ হাজার ৮৫২ জনকে। এর মধ্যে গ্রেপ্তার আত্মসমর্পণ বা আদালতে জামিন পেয়েছেন  ৫ হাজার ১৫৪জন। এছাড়াও CRPC-র সেকশন ৪১এ-তে নোটিশ পাঠানো হয়েছে ২ হাজার ৯৮৯ জনকে। রাজ্যের অভিযোগ, জাতীয় মানবাধিকার কমিশনের তৈরি কমিটি পক্ষপাত দুষ্ট। অভিযোগ সদস্যদের অনেকের বিজেপির সঙ্গে সম্পর্ক রয়েছে।

গত অগাস্ট মাসে ভোট-পরবর্তী অশান্তি মামলায় কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল। অপেক্ষাকৃত কম গুরুতর ঘটনাগুলির ক্ষেত্রে SIT গঠন করার নির্দেশ দেওয়া হয়। এরপরই কলকাতা হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নয় রাজ্য। যায় সুপ্রিম কোর্টে। গত সপ্তাহেই সুপ্রিম কোর্ট  এই মামলায় স্থগিতাদেশ দিয়েছিল। তারপরে আজ, মঙ্গলবার রাজ্যের তরফ হলফনামা দেওয়া হয় সুপ্রিম কোর্টে।

advt 19