বেহাল রাস্তা সংস্কারের দাবিতে অবরোধ

0
1

বেহাল রাস্তা সংস্কারের দাবি জানিয়ে এবং অবিলম্বে রাস্তা ঠিক করার দাবিতে ৫১২ নং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো এলাকাবাসীরা। পথ অবরোধের শামিল মহিলা থেকে পুরুষ, বাচ্চা থেকে বৃদ্ধ সকলেই। ঘটনা গাজোল থানার অন্তর্গত ২০ মাইল এলাকার ৫১২ নং জাতীয় সড়কে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় গাজোল থানার পুলিশ। বিক্ষোভ দেখাতে থাকেন অবরোধকারীরা। যদিও দীর্ঘক্ষন পর প্রশাসনিক আশ্বাসে উঠে অবরোধ । অবরোধকারীরা জানান গাজোল থানার অন্তর্গত ২০ মাইল এলাকা থেকে পাকুর পাকুর, ভবানীপুর, সহিল, হরিশ্চন্দ্রপুর হয়ে প্রায় ৪-৫ কিলোমিটার রাস্তা বহুদিন ধরেই বেহাল হয়ে রয়েছে। ওই এলাকার সাধারণ মানুষের দাবি জন্ম লগ্ন থেকেই তারা এই বেহাল রাস্তা দেখে আসছেন। এই বেহাল রাস্তার কারণে যেমন এক মুমূর্ষ রোগীকে হাসপাতালে নিয়ে আসা দায় হয়ে ওঠে ঠিক তেমনি কোনো গর্ভবতী মহিলাকে হাসপাতাল নিয়ে আসতে বিপাকে পড়তে হয় ওই এলাকার সাধারন মানুষদের। এমনও ঘটনা রয়েছে গর্ভবতী মহিলাকে হাসপাতাল নিয়ে আসার পথেই প্রসব করেন গর্ভবতী মহিলা। যার কারণে এবার ক্ষিপ্ত হয়ে ওঠে এলাকাবাসীরা। হাতে প্ল্যাকার্ড নিয়ে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন ওই এলাকার প্রায় শতাধিক মানুষ। জাতীয় সড়ক অবরোধের জেরে মালদা বালুরঘাট জাতীয় সড়কে দীর্ঘক্ষন যান চলাচল বন্ধ হয়ে যায়। তীব্র যানজট তৈরি হয় জাতীয় সড়কে।