আজ সকালেই শহরে বিজেপির সদ্য নিযুক্ত রাজ্য সভাপতি সুকান্ত !

0
3

নাম ঘোষণা হয়েছে ২৪ ঘণ্টাও পেরোয়নি। এর মধ্যেই বালুরঘাট থেকে কলকাতা পৌঁছচ্ছেন রাজ্য বিজেপির নয়া সভাপতি সুকান্ত মজুমদার। রাজ্য বিজেপি সূত্রে জানা গিয়েছে, আজ মঙ্গলবার সকালে তিনি শিয়ালদহ স্টেশনে নামবেন। তার পর কয়েক দফায় তাঁকে সংবর্ধনা দেবেন দলীয় কর্মী-সমর্থকেরা।
পদাতিক এক্সপ্রেসে মঙ্গলবার সাত সকালেই কলকাতা পৌঁছে যাচ্ছেন সুকান্ত। রাজ্য বিজেপি সূত্রে জানা গিয়েছে , সকাল ১১টায় রাজ্য বিজেপি-র সদর দফতর মুরলীধর সেন লেনের কার্যালয়ে সংবর্ধনা দেওয়া হবে তাঁকে। বেলা সাড়ে ১২টায় রাজ্য বিজেপি-র নবনিযুক্ত সভাপতিকে সংবর্ধনা দেওয়া হবে হেস্টিংসের পার্টি অফিসে।

 

advt 19