কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের নাম আগেই বদলেছে। মওদ স্কয়ারের নাম বদলে হয়েছে কাবুলের পাবলিক হেলথ স্কোয়ার। তারপর এবার নাম বদলাল দেশের অন্যতম জনপ্রিয় সরকারি বিশ্ববিদ্যালয়ের।
কাবুলের বহু প্রসিদ্ধ সরকারি বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে দিল তালিবান। আফগানিস্তানের প্রাক্তন প্রেসিডেন্টের নামানুসারে নির্মিত বুরহানুদ্দিন রব্বানী বিশ্ববিদ্যালয়ের নাম বদলে এবার হল কাবুল এডুকেশন ইউনিভার্সিটি।
সোমবার উচ্চ শিক্ষা মন্ত্রকের জারি করা নির্দেশে এই নতুন নামকরণ করা হয়। নির্দেশিকা স্পষ্ট বলা হয়েছে গত দুই দশকে আফগানিস্তানের জাতিগত ভাষাগত বৈষম্য অনেকটাই বেড়ে গিয়েছে। এতদিন সেই জাতিগত ভিত্তিতেই দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান নামকরণ হয়েছে বলে নির্দেশিকায় বলা হয়।
২০০৯ সালে একটি আত্মঘাতী হামলায় মারা যান প্রাক্তন প্রেসিডেন্ট বুরহানুদ্দিন রব্বানী। তাঁর নামানুসারেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের নাম করণ করা হয়।


































































































































