অস্ট্রেলিয়ার কাছে ৯ উইকেটে হারলে সময়টা ঠিক একটা খারাপ যাচ্ছে না ভারত অধিনায়ক মিতালি রাজের( Mithali Raz)। আবারও আইসিসি( Icc) ব্যাটসম্যানদের র্যাঙ্কিং-এ শীর্ষ স্থান ফিরে পেলেন তিনি।

মঙ্গলবার সদ্য প্রকাশিত আইসিসি একদিনের ব্যাটসম্যানদের র্যাঙ্কিং-এ দক্ষিণ আফ্রিকার ওপেনার লিজি লিকে সরিয়ে আবারও শীর্ষস্থানে চলে এলেন মিতালি রাজ। গত সপ্তাহে যুগ্ম শীর্ষে থাকার পর এবার লিজি লিয়ের থেকে এক রেটিং পয়েন্ট বেশি পেয়েছেন মিতালি। মিতালির পয়েন্ট সংখ্যা ৭৬২।
এদিকে একদিনের ব্যাটসম্যানদের র্যাঙ্কিং-এ এক ধাপ উপরে উঠেছেন ভারতের আরেক ক্রিকেটার স্মৃতি মান্ধানা। সপ্তম স্থানে উঠে এসেছেন তিনি। এদিকে ওয়ানডের অলরাউন্ডার র্যাঙ্কিং-এ এক ধাপ উপরে উঠলেন দীপ্তি শর্মা। র্যাঙ্কিং-এ সেরা দশে একমাত্র ভারতীয় হিসেবেই রয়েছেন দীপ্তি। শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ার এলিস পেরি।
আর ওয়ানডে বোলিং র্যাঙ্কিং-এ ঝুলন গোস্বামী এক ধাপ উঠে চলে এলেন চতুর্থ স্থানে।
আরও পড়ুন:আরসিবিকে হারিয়ে এখনই জয়ের আনন্দে ভাসতে রাজি নন কেকেআর অধিনায়ক









































































































































